,

হবিগঞ্জে অবৈধ দোকানপাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত ২শহরে যানজটে যানবাহন চলাচলে ব্যঘাত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর থানার পশ্চিম দিকে হাসপাতালের মোড়ে ব্যাঙের ছাতার মতো অবৈধ দোকানপাঠ গড়ে উঠেছে। আর এসব দোকান পাঠের দখল নিয়ে প্রতিদিনই সংঘর্ষ ঘটছে। গত সোমবার দুপুরে হাসপাতালের মোড়ে দোকান দখল নিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২ জন আহত হয়েছে। সরেজমিনে দেখা যায়, থানার প্রধান ফটকের রাস্তার পশ্চিম দিকে ও হাসপাতালের মোড়ে প্রায় শতাধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। এসব দোকানে নানান অপরাধীরা অভয়রাণ্য গড়ে তুলেছে। হাসপাতালে ও থানায় আসা দর্শনাথীদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ফোনসহ হাতিয়ে নিচ্ছে। গত সোমবার হাসপাতালের মোড়ে জনৈক আব্দুল মালেকের দোকান দখল করতে আসে রিয়াজ আহমেদ ও তার স্ত্রী কুলসুমা আক্তার। এক পর্যায়ে দখল নিয়ে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডাসহ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় আব্দুল মালেক ও কুলসুমা আহত হয়। প্রধান সড়কের পাশে এসব দোকানের ফলে যানজট লেগেই থাকে। বড় যানবাহন তো দুরের কথা, টমটম, অটোরিক্সা, সিএনজি ও এম্বুলেন্স পর্যন্ত চলাচল করতে পারছে না। কিন্তু থানা ও হাসপাতাল কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে। এতে স্থানীয় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর