,

বক্তারপুর আবুল খায়ের হাই স্কুল এন্ড কলেজের উদ্বোধনবানিয়াচঙ্গ উপজেলার সর্বপ্রথম কলেজিয়েট স্কুল হিসেবে

আকিকুর রহমান সেলিম ॥ বানিয়াচঙ্গ – আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার দ্বাদশ (২য় পৃষ্ঠায় দেখুন) শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে নজির সৃস্টি করেছে এ সরকার। এতে নারী শিক্ষার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। প্রতিটি স্কুল, কলেজ-মাদ্রাসার উন্নয়নে লক্ষ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। স্বাধীনতা পরবতী কোন সরকার শিক্ষাক্ষেত্রে এত উন্নয়ন করতে পারেনি। সরকারের এ ধারাবাহিকতায় আমরাও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি। বানিয়াচঙ্গ উপজেলার সর্বপ্রথম কলেজিয়েট স্কুল হিসেবে আজ বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শুভ উদ্বোধনের মাধ্যমে এ এলাকায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হলো। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে। এখন আপনাদের গুরু দায়িত্ব হচ্ছে এ কলেজে শিক্ষার্থী ভর্তি করা ও তাদের শিক্ষার মানোন্নয়নে নজরদারী করা। আমরা সরকারের পক্ষ থেকে এ নব প্রতিষ্ঠিত কলেজের সার্বিক উন্নয়নে সকল ধরনের আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবো। তিনি গতকাল দুপুরে বানিয়াচঙ্গ বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. রুহুল হাসান শরীফ, অধ্যাপক মুজিবুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহমুদা আক্তার মিনা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, দৈনিক আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমদ খান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আঃ মোছাব্বির তালুকদার, আতাউর রহমান মামুন, হারুন মিয়া, মোঃ জামাল মিয়া, ইউপি আওয়ামীলীগ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আহসান হাবীব মানিক, বদরুল আলম, আঃ মন্নান চকদার, শিক্ষক হুমায়ুন কবীর, আয়ুব আলী, বিজয় কৃষ্ণ দাশ, মোঃ মাসুদ মিয়া, সোহেল রানা, মোঃ তারেক, সোনালী রাণী গোপ, জ্যোৎস্না রাণী রায়, জহির মিয়া, ফাহিমা খাতুন, হরিপদ দাশ, খলিলুর রহমান, মানিক বাবু, পিটিএ সভাপতি মহিবুর রহমান, সদস্য ডাঃ আঃ মুকিত, এহিয়া চৌধুরী, মহিবুর রহমান, প্রাক্তন ছাত্র এড. আব্দুল বাছিত, লন্ডন প্রবাসী শাহ জুলফিকার আলী ভুট্টো, শিক্ষার্থী রেদওয়ান পাশা তামীম, নাইমা আক্তার প্রমুখ। শিক্ষিকা তাসলীমা খাতুন ও সাবেক ছাত্রী সানজিদা আক্তার জুই এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষক মাওঃ হামিদুর রহমান, গীতা পাঠ করেন, উত্তম কুমার বিশ্বাস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বে প্রধান অতিথি কলেজের নতুন ভবনের নামফলক উন্মোচন করেন।


     এই বিভাগের আরো খবর