,

বানিয়াচংয়ে অনলাইন স্কুলের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে অনলাইন স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। “আমার ঘরে আমার স্কুল” এশ্লোগানকে সামনে রেখে অনলাইন স্কুলের আনষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ইন্টারনেটের মাধ্যমে অনলাইন স্কুলের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসাইন খাঁন, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওঃ আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশ্বির আহমদ, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌকদার, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্বাছ উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন প্রতিমাসে অনলাইনের পাঠদানকারী শিক্ষকদের মূল্যায়নের মাধমে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তিনি সবার সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে বানিয়াচং অনলাইন স্কুলকে দেশে একটি মর্যাদার আসনে দেখার আশাবাদ ব্যক্ত করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীকে অতিথিবৃন্দের মাধ্যমে মোট ২৬টি পুরস্কার দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর