,

ঈদের আগে বিদ্যুত পেয়ে মানূষ খুশী নবীগঞ্জে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীর্ঘদিন থেকে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত দরবেশপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আলীবর্দী খাঁন সুজন ও সমিতি বোর্ডের পরিচালক শাহ মোস্তাকিন আলী। নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত প্রান্তিক গ্রাম দরবেশপুর এলাকায় এনএ ১৩২ লটের আওতায় ১.০৫১ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ করে এবং ১০ কেভিএ ০১টি ও ১৫ কেভিএ ০২ টি ট্রান্সফর্মার স্থাপন করার মাধমে ৪৪টি পরিবারকে পল্লী বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এতে সরকারের আনুমানিক ব্যয় হয়েছে পরিমান ১৫ লক্ষ টাকা। ঈদের পূর্বে বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রামবাসী অত্যন্ত আনন্দিত। বিদ্যুতায়নের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ রুহুল আমিন, সমিতি বোর্ডের সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, ওয়্যারিং পরিদর্শক মোঃ সাহাবুল ইসলাম, ঠিকাদার আলহাজ্ব হেলাল আহমেদ, আউশকান্দি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ও এলটি মোঃ সেলিম হোসাইন, বাজার ব্যবসায়ী মোঃ দুদু মিয়া, আফতাব আলী, বাহার মিয়া, চুনু মিয়া, মাশুক মিয়া, শাহিদ মিয়া, গোলাপ হোসেন, রহমত মিয়া, ফার্মেসী ব্যবসায়ী ক্ষিতেন সূত্রধর প্রমুখ।


     এই বিভাগের আরো খবর