,

করোনাকালে কীভাবে দিন কাটাচ্ছেন ফোক যুবরাজ আশিক?

জাবেদ ইকবাল তালুকদার : করোনা মহামারিতে থমকে গেছে পুরোবিশ্ব। বাংলাদেশও বাদ যায়নি মহামারি করোনার থাবা থেকে। করোনার কারনে সবার জীবনযাপনেই এসেছে ব্যতিক্রমতা। শিল্পীরাও করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমভাবে জীবনযাপন করছেন। আজ দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য তুলে ধরব বাংলাদেশ ফোক সংগীতের যুবরাজ আশিকের ব্যতিক্রমী জীবনযাপন। করোনার কারনে নিজ বাসা হবিগঞ্জের ইনাতাবাদেই অবস্থান করছেন তিনি। বাইরে খুব কমই বের হন বলে জানিয়েছেন তিনি। করোনা মহামারির কারনে টিভি শো ও স্টেইজ শো তে যাওয়া হচ্ছেনা তার। মাঝেমধ্যে ফেইসবুক লাইভে আড্ডা দিতে দেখা যায় দেশের এই জনপ্রিয় শিল্পীকে। নিজস্ব ইউটিউব চ্যানেল Asik gallery তেই নিয়মিত গান আপলোড করছেন তিনি। সর্বশেষ গতকাল বিকালে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড হয় “কি সুন্দর পিঞ্জিরা” গানটি। দৈনিক হবিগঞ্জ সময়ের এ প্রতিবেদকের মাধ্যমে, সবাইকে নিজ নিজ ঘরে থাকার অবস্থান করার আহ্বান করেন তিনি। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতেও নিষেধও করেন তিনি। বাইরে বের হলে মাস্ক পরিধান করে শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলার আহ্বানও করেন তিনি।


     এই বিভাগের আরো খবর