,

ইংল্যান্ডকে ২১৯ রানে গুটিয়ে দিলেন ইয়াসিররা

সময় ডেস্ক ॥ দুই স্পিনার নিয়ে খেলা সার্থক হলো পাকিস্তানের। প্রথম ইনিংসে তাদের ৩২৬ রানের জবাবে ইংল্যান্ড তুলতে পেরেছে ২১৯ রান। স্বাগতিকদের ১০ উইকেটের ৬টিই নিয়েছেন স্পিনাররা। ১০৭ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট লেগস্পিনার ইয়াসির শাহর। আরেক লেগি শাদাব খান নিয়েছেন ২ উইকেট। পেসারদের মধ্যে মোহাম্মদ আব্বাস ২টি, শাহীন আফ্রিদি ও নাসিম শাহর শিকার ১টি করে উইকেট। আজ তৃতীয় দিনে ৯২/৪ নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জস বাটলার-ওলে পোপ ধৈর্য সহকারে খেলতে থাকেন। তবে মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে নাসিমের দারুণ এক ডেলিভারিতে আউট হন পোপ। ১১৭ বলে ৮ চারে ৬২ রান করেন তিনি। যা দলের পক্ষে সর্বোচ্চ। পঞ্চম উইকেটে বাটলারের সঙ্গে পোপের ৬৫ রানের জুটিটাও ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ জুটি। দ্বিতীয় সেশনে ইয়াসির শাহর ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড। ইয়াসির একে একে ফেরান বাটলার (৩৮), ক্রিস ওকস (১৯) ও ডম বেসকে (১)। এরপর জফরা আর্চারকে সাজঘরের পথ দেখান শাদাব (১৬)। স্টুয়ার্ট ব্রডের ২৫ বলে ২৯* রানের ক্যামিওতে ২০০ পার করে ইংল্যান্ড। দলীয় ২১৯ রানে জেমস অ্যান্ডারসনেকে (৭) এলবির ফাঁদে ফেলে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন শাদাব।


     এই বিভাগের আরো খবর