,

ক্যান্সার নির্ণয় করবে

এখন কুকুরের নাক!সময় ডেস্ক ॥ কুকুরের নাক অনেক সময়ই ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয়। তবে কুকুরের নাকের নতুন কেরামতি আবিষ্কার করেছেন ইতালির একদল গবেষক। গবেষণা প্রতিবেদনটি দেখে চোখ কপালে উঠতে পারে অনেক ডাক্তারের। কারণ এতে বলা হয়েছে, গন্ধ শুঁকে কয়েক ধরনের ক্যান্সার নির্ণয় করতে পারে কুকুর। আর প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই ওরা সঠিক সিদ্ধান্ত নেয়। পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন আল জাজিরা’র সাংবাদিক ইমা হাওয়ারড। তিনি বলেন, কুকুরগুলো মানুষের মূত্রের নমুনা শুঁকেই জানিয়ে দিতে পারে ওই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কি না। গবেষকরা আশা করছেন প্রাথমিক পর্যায় থেকে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে এটি বেশ ফলপ্রসূ হবে। এতে করে ক্যান্সারের জীবাণুর দ্রুত আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিষয়টি নিয়ে আরও বিশদ গবেষণা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। এ ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠান ও মেডিকেল ডিটেকশন ডগ চ্যারিটি’- এর সহ-প্রতিষ্ঠাতা ড. ক্লারি গেস্ট বলেন, ও যখন আমরা প্রমাণ পাবো এই পদ্ধতিতে হাজারো নমুনার সঠিক পরীক্ষণ হচ্ছে তখনই বুঝবো আমারা আসলেই মেডিকেল সায়েন্সে নতুন অবদান রাখতে পেরেছি।


     এই বিভাগের আরো খবর