,

চিত্রনায়ক ও গীতিকার শেখ

আবুল কাশেম মিঠুন আর নেইসময় ডেস্ক ॥ সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও গীতিকার চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন আর নেই। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় গত রাত দুইটায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মিঠুনের ছোট ভাই শেখ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে ভারত থেকে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে আসবে তার লাশ। তাকে গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরে নেয়া হবে। সেখানে জানাজা শেষে পিতা শেখ আবুল হোসেনের কবরের পাশে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। গত ১১ মে সোমবার অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে খুলনার আসেন আবুল কাশেম মিঠুন। সেখানে বুধবার তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকেলে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় ভর্তি করা হয়। সেখানে সোমবার পর্যন্ত তার চিকিৎসা চলে। তার অবস্থার আবনতি হলে ১৯ মে মঙ্গলবার সকালে তাকে ভারতে পাঠানো হয়। গতকাল রোববার তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার সাথে অবস্থানরত ছোট ভাই শেখ ফারুক হোসেন টেলিফোনে জানান। চিকিৎসকরা জানান, শেখ আবুল কাশেম মিঠুন কিডনি, লিভার, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। শেখ আবুল কাশেম মিঠুন ১৯৫১ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক কালান্তরে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পর্যায়ক্রমে তিনি তরুলতা, অন্যান্য, চ্যালেঞ্জ, নরম গরম, গৃহলক্ষী, চন্দনা, ডাকু, স্বর্গ-নরক, চীর, স্যারেন্ডার, বাবা কেন চাকর, বেদের মেয়ে জোসনা প্রভৃতি সিনেমায় অভিনয় করেন।


     এই বিভাগের আরো খবর