,

বাহুবলের অর্পিত সম্পত্তি পুকুর দখলের অপচেষ্টার অভিযোগ

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার পুর্বজয়পুর গ্রামের একটি সরকারি পুকুর দখলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল। এরই অংশ হিসেবে ওই সম্পত্তির পাশে খরিদাসূত্রে মালিক এক ব্যক্তিকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, ওই পুকুরের একাংশের খরিদা মালিক দাবিদার নজরুল ইসলাম। তিনি জানান, পুকুরের ৭৭ শতাংশের খরিদা মালিক আমরা। বাকি অংশ অর্পিত সম্পত্তি। ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বীরেশ্বর ভট্টাচার্যের বিরোধ চলছিল। অর্পিত সম্পত্তি পুকুর ২০ বছর আগে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আবু মুছা ও আব্দুল্লাহ নামের দুই ব্যক্তিকে মাছ চাষের জন্যে ইজারা দেয়া হয়। তাদের ইজারার মেয়াদ শেষ হলে উপজেলা ভুমি অফিসের মাধ্যমে নজরুল ইসলাম আব্দাল কে ইজারা দেয়া হয়। পরবর্তীতে বীরেশ্বর ভট্টাচার্য ও নজরুল ইসলাম আব্দাল এর মাঝে চরম বিরোধ দেখা দিলে বাহুবল থানার তৎকালীন ওসিসহ থানায় এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় উভয়ে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে শান্তি পূর্নভাবে ভোগব্যবহার করবেন। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে যায়। বর্তমানে মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের আছে। যা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় সম্পত্তি লোভী ওই পরিবারটি অকৌশলের আশ্রয় নিয়ে বাহুবল থানায় নজরুল ইসলাম আব্দাল গংদের নামে একটি অভিযোগ দিয়ে পুলিশকে ভুল বুঝিয়ে ব্যবহার করে পুকুরটি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নজরুল ইসলাম আব্দাল এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর