,

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেবা নিশ্চিতে এমপি কেয়া চৌধুরী’র গৃহীত পদক্ষেপ সমূহ ॥

আব্দুর রহমান চৌধুরী লিমন ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা নিশ্চিত করতে এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালার ভিত্তিতে হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এক সভায় এসব পদক্ষেপ তিনি উপস্থাপন করেন। এসব বিষয়গুলো হলো মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষ কেবিন হিসাবে নির্ধারণ করার সিদ্ধান্ত হয়, প্রতিমাসের শেষ সপ্তাহে শনিবার সকাল ১১ টায় ব্যবস্থাপনা কমিটির  সভা, হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি উপ-কমিটি করে দেওয়া হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তার এবং নার্সদের হাসপাতালে সেবা প্রদান নিশ্চিতকরণ, দালালের প্রকোপ সরকারী ব্যবস্থাপনা প্রতিরোধে মনিটরিং জোরদার করা  ছাড়াও সকল প্রকার দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধে জন্য মনিটরিং এর উপর জোর দেওয়া হয়, হাসপাতাল’র জন্য বরাদ্দকৃত ঔষধপত্র এবং অর্থের হিসাব নিকাশ লিখিতভাবে প্রত্যেকটি মিটিংয়ে উত্থাপন করার সিদ্ধান্ত, প্রত্যয়নপত্র প্রদান করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়। ১৬ আগস্ট ১৪ ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম এম.পি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর নির্দেশে বাহুবল উপজেলা কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি নির্বাচিত করেন হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এম.পি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে। তিনি সভাপতি নির্বাচিত হবার পর ২৯ অক্টোবর প্রথম ব্যবস্থাপনা কমিটি নিয়ে বৈঠকে বসেন।  উল্লেখ্য, বাহুবল উপজেলার সোয়া দুই লক্ষাধিক লোকের স্বাস্থ্যসেবার জন্য এ হাসপাতালটি একমাত্র ভরসাস্থল।


     এই বিভাগের আরো খবর