,

বাহুবলে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ ॥ ভ্রাম্যমান আদালতে দণ্ড

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলার প্রায় শতাধিক পয়েন্টে চলে জমজমাট জুয়ার আসর। সকাল নেই, সন্ধ্যা নেই, সব সময় তাস, গাফলা, লুডু ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে দোকান-পাঠসহ বিভিন্ন ঝোপ-ঝাড়ে জুয়া খেলার আয়োজন করা হয়। এমনকি ওয়ানটেন জুয়ার আসরও চলে রাতভর।
গত বৃহস্পতিবার রাত অনুমান ১ টার সময় বাহুবল মডেল থানার ৫নং লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রামে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।
এসময় তারাপাশা গ্রামের আব্দুস সালাম (৪০), কাজীহাটা গ্রামের নানু মিয়া (৩০), তারাপাশার চন্দু মিয়া (৩৫), দরজ আলী (৬০), মোঃ জালেক মিয়া (৪০)কে পুলিশ আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ৫ জনের প্রত্যেককে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা মোতাবেক দুষি সাব্যস্ত করে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, প্রতিদিন হচ্ছে লাখ লাখ টাকার জুয়া খেলা। এতে জড়িয়ে যাচ্ছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বাড়ছে অপরাধ। জুয়া এবং মাদকের কারণেই অপরাধ বাড়ছে বলে দাবি সচেতন মহলের।


     এই বিভাগের আরো খবর