,

লন্ডনের ফষ্টারকেয়ার থেকে তিন শিশু নিয়ে পালিয়েছে আফগান বংশদ্ভোত পিতা শাফি ইমরান

মতিয়ার চৌধুরী, লন্ডন : সাউথ লন্ডনের একটি ফষ্টার কেয়ারের ষ্টাফদের ছুরি ঠেকিয়ে নিজের তিন সন্তানকে নিয়ে পালিয়েছে আফগান বংশদ্ভোত ইমরান শাফি নামে এক পিতা। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটজনকে আটক করলেও অপহরনকারী পিতা
ইমরান শাফিকে এখনও গ্রেফতার করতে পারিনি পুলিশ, উদ্ধার হয়নি অপহৃত শিশু মোহাম্মদ বিলাল-৬, মোহাম্মদ ইবরার-৫ ও তিন বছর বয়সী মোহাম্মদ ইয়াসের। পুলিশের ভাষ্যমতে গেল ২০ আগষ্ট বিকেলে সাউথ লন্ডনের কল্কডোন এলাকার একটি ফষ্টারকেয়ার থেকে ষ্টাফদের ছুরি ঠেকিয়ে শিশুদের নিয়ে পালিয়ে যায় ইমরান শাফি। ঘটনার পর ওই এলাকা থেকে রেড কালারের একটি নিশান গাড়ি পরিতক্ত্য অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে শিশুদের তুলে নিতে ওই গাড়ি ব্যবহার করছে অপহরনকারী। এখানে উল্লেখ্য যে আফগানিস্থান থেকে ব্রিটেনে আসা ওই পরিবারে পারিবারিক কলহের কারনে শিশুদের নিরাপত্তার কথা বিবেচনায় চাইল্ড প্রটেকশন টিম শিশুদের ফষ্টার কেয়ারে নিয়ে যায়। ফষ্টার কেয়ারের ঠিকানা স্যসিয়্যাল ওয়ার্কার এবং প্রটেকশন টিম ছাড়া অন্য কারো জানার কথা নয়। তবে পিতা কিভাবে ফষ্টার কেয়ারের ঠিকানা জানলো এবং শিশুদের উঠিয়ে নিয়ে গেল এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে লন্ডন মেট পুলিশ। শিশু উদ্ধারে ১০০ পুলিশ অফিসার লন্ডন জুড়ে তল্লাসী করছে, গতকাল তিন শিশু সহ পিতার ছবি সংবাদ মাধ্যমে দিয়ে শিশুদের উদ্ধারে সর্বসাধারনের সহযোগীতা চেয়েছে মেট পুলিশ।


     এই বিভাগের আরো খবর