,

করোনা ভাইরাস নিয়ে ধাপ্পাবাজি লন্ডন সহ ইউরোপের কয়েকটি শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে : কোভিড-১৯ এর কারনে ব্রিটেনে প্রায় ৪২ হাজারের বেশি মানুষ মৃত্যু বরন করেছে, আগামী শীতে সমগ্র দেশব্যাপী করোনা ব্যাপক আকারে বাড়তে পারে এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে সরকারের এক রিপোর্টে আগাম সতর্কতা জারি করা হয়েছে। সরকার যেসময় আগাম সতর্কতা জারি করেছে ঠিক এই সময় ব্রিটেন সহ ইউরোপের কয়েকটি শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। গতকাল ২৯ আগষ্ট বিকেলে লন্ডন, বার্মিংহ্যাম এবং জার্মানির বার্লিনে কয়েক হাজার মানুষ কলডাউন বিরোধী সমাবেশ করেছে । বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন করোনা ভাইরাস নিয়ে এক ধরনের ধাপ্পাবাজি চলছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক খেলা। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে প্লেকার্ডে লেখা ছিল, “মাস্ক পরলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। মাস্কে সংক্রমনের ঝুঁকি বাড়ায়।” অন্য একটি প্লেকার্ডে লেখা ছিল, “বিজ্ঞান ফেইক এবং কোভিড ১৯কে ব্যাড ফ্লু’র সঙ্গে তুলনা করা যেতে পারে।”ইউনাইট ফর ফ্রিডম-এর উদ্যোগে আর নয় লকডাউন, আর নয় ভ্যাকসিন, আর নয় সরকারের মিথ্যাচার- এই শ্লোগান নিয়ে গতকাল শনিবার দুপুরের পর কয়েক হাজার মানুষ সমবেত হয় লন্ডনের ট্রাফলগার স্কয়ারে।এই বিক্ষোভ সমাবেশে খুব অল্প সংখ্যক মানুষের মুখে মাস্ক পরা থাকলেও সামাজিক দুরত্ব বজায় রাখা হয়নি। ইংল্যান্ডের বার্মিংহ্যামের ভিক্টোরিয়া স্কয়ারে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন।এছাড়া ইউরোপের কয়েকটি দেশে একই সময়ে লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে।


     এই বিভাগের আরো খবর