,

আজ থেকে পূর্বের ভাড়ায় পূর্বের নিয়মে চলবে গণপরিবহন

সময় ডেস্ক ॥ আজ ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ও যত সিট তত আসনে চলবে গণপরিবহন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩৫. ০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-৩৩৪ নং স্মারক এ জানানো হয়েছে আজ ১ সেপ্টেম্বর থেকে যত সিট তত আসনে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত কিছু শর্ত প্রধান করেছে সরকার। আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবেনা। গণপরিবহেন যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতেদর মাস্ক পরিধান/ব্যাবহার নিশ্চিত করেত হবে। তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি/হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবস্থা রাখতে হবে। যাত্রার শুরু ও শেষে বাস-মিনিবাসগুলো পরিস্কার-পরিচ্ছন্নসহ জীবানু নাশক ছিটিয়ে জীবানুমুক্ত করতে হবে। যানবাহনের মালিকগণকে যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবানুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করার ব্যাবস্থা করতে হবে। গণপরিবহনে সাস্থবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদী মেনে চলতে হবে।


     এই বিভাগের আরো খবর