,

হ্যামশায়ারের এ্যলিস হল্ট ফরেষ্ট থেকে ব্রিটিশ কুটনীতিকের লাশ উদ্ধার

মতিয়ার চৌধুরী, লন্ডন : ইংল্যান্ডের হ্যামশায়ারের এ্যালিস হল্ট ফরেষ্ট থেকে রিচার্ড ম্যরিস নামে এক ব্রিটিশ কুটনীতিকের লাশ উদ্ধার করেছে পিুলিশ। গতকাল, মঙ্গলবার পুলিশ এ্যালিস হল্ট ফরেষ্টের একটি ঝোপের ভেতর থেকে ৫২ বছর বয়সী এই কুটনীতিকের লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করার পর পুলিশ মরদেহ ফাইল করোনারের কাছে পাঠিয়েছে। উল্লেখ্য তিন সন্তানের জনক মিঃ রিচার্ড ম্যরিস গেল ৬ই মে ফার্ণহ্যামের বেন্টলীর বাসা থেকে জগিং করতে বের হন। এর পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। মিঃ রিচার্ড ম্যরিস ব্রিট্রিশ ফরেন এন্ড কমন ওয়েল্ধ অফিসের প্যাসিফিক ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। তিনি ২০১৫ থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত নেপালে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে মিঃ রিচার্ড ম্যরিস মেস্কিকো এবং অষ্টিয়ায় ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর