,

বিনা খরচে প্রবাসীদের লাশ বহন বন্ধ করল বাংলাদেশ বিমান

সময় ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাত থেকে বিমান বিনা খরচে প্রবাসীদের লাশ বহন বন্ধ করেছে বাংলাদেশ বিমান। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালীন সময়ে বাংলাদেশ বিমানের এই সিদ্ধান্ত অমানবিক বলছেন তারা। আবুধাবি গড়ে প্রতিবছর ৫শ’ থেকে সাড়ে ৫শ’ প্রবাসী বাংলাদেশির লাশ দেশে আসে। এ সব লাশ দেশে পাঠাতে খরচ পড়ে ৭ থেকে ৮ হাজার দিরহাম। যা বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ টাকা। বাংলাদেশ বিমান অসহায় ও নিঃস্ব প্রবাসীদের জন্য কাজটি বিনামূল্যে করে আসছিল। বর্তমানে সেবাটি বন্ধ করে দেয় বিমান।
সামর্থ্যবানরা লাশ পাঠাতে সক্ষম হলেও বেশিরভাগ লাশের খরচ বহনে আমিরাতে অবস্থানরত বিত্তশালী বাংলাদেশি সামাজিক সংগঠন বা মিশনের কাছে দ্বারস্থ হতে হয় মৃত ব্যক্তির আত্মীয় বা পরিচিতজনদের।
বাংলাদেশ সমিতি শারজা সাধারণ সম্পাদক সাহা মাকসুদ গণমাধ্যমকে বলেন, মাতৃভূমিতে লাশ পাঠানোটা আমাদের অধিকার।
জানা গেছে, করোনাকালীন দুবাই ও উত্তর আমিরাতে ৯০ জন ও আবুধাবি অঞ্চলে ১০২ জন প্রবাসী বাংলাদেশির লাশ আমিরাতে দাফন করা হয়েছে।
বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য চাইলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।


     এই বিভাগের আরো খবর