,

কুতিনহোকে আর ধারে ছাড়বে না বার্সা

সময় ডেস্ক : বায়ার্ন মিউনিখকে ট্রেবল জিতিয়ে ফিরেছেন বার্সেলোনার দামি ফুটবলার ফিলিপে কুতিনহো। বায়ার্নেও অবশ্য সেরা ছন্দে ছিলেন না কুতিনহো। বেঞ্চে কেটেছে বেশ কিছু সময়। তবে দলে সুযোগ পেলেই নিজের সেরাটা দিয়েছেন ব্রাজিলের এই সাবেক লিভারপুল তারকা। জার্মান জায়ান্টদের হয়ে ধারের মেয়াদ শেষ করে ক্যাম্প ন্যুতে ফিরেছেন কুতিনহো। তাকে নিয়ে বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের আলাদা পরিকল্পনা আছে। কুতিনহোর তাই আসছে মৌসুমে বার্সাতেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই পালেই হাওয়া দিয়েছে বার্সা। জানিয়ে দিয়েছে, আর যাই হোক- কুতিনহোকে আর ধারে ছাড়বে না তারা। হয় তাকে কিনতে হবে নয়তো বার্সাতেই থাকবেন ব্রাজিলের প্লে মেকার। তাকে অবশ্য কেনার লড়াইয়ে ছিল বেশ কিছু দল। তার মধ্যে অন্যতম বায়ার্ন মিউনিখ, এভারটন, আর্সেনাল এবং টটেনহ্যাম। তবে কুতিনহোর দাম বেশি হওয়ায় সরে এসেছে তারা। এখনও অবশ্য ধারে তাকে আর্সেনাল, টটেনহ্যাম দলে নিতে চায় বলেই খবর। তবে বার্সা আর তাকে ধারে ছাড়বে না। বার্সা বেশ কিছু সিনিয়র ফুটবলারকে চলতি মৌসুমে ছেড়ে দিচ্ছে। রাকিটিচ, সুয়ারেজরা আছেন ওই তালিকায়। আবার মাঝমাঠে বুসকেটস-ডি জং নেই সেরা ছন্দে। রিকি পুচ-পেদ্রিরা একটু বেশিই তরুণ। কুতিনহোকে তাই ধরে রাখার পক্ষে কোম্যান। এর আগে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে কুতিনহোকে উইঙ্গার হিসেবে খেলানোয় নিজের সেরাটা দিতে পারেননি তিনি। কোম্যান মাঝমাঠেই খেলাতে চান কুতিনহোকে।


     এই বিভাগের আরো খবর