,

সালমানের মৃত্যুর ২৪বছর পর………………

হত্যার বিচার চেয়ে একাই রাজপথে ভক্ত

সময় ডেস্ক : চব্বিশ বছর আগে  গতকালের দিনে চির বিদায় নিয়ে চলে যান ঢাকাই ছবির স্বপ্নের নায়ক সালমান শাহ। প্রিয় এ নায়ক আত্মহত্যা করেছেন বিষয়টি একেবারেই মানতে নারাজ তার ভক্তরা। তাই সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে নানা সময় রাজপথে ভক্তদের মানবন্ধন করতে দেখা গেছে। প্রিয় নায়কের মৃত্যুর এ দিনে মানবন্ধন করতে দেখা গেছে। তবে গতকালের মানবন্ধন ছিলো একটু ব্যতিক্রম। অন্য সব বছরের মতো বহুভক্তে নয়। মুখে মাস্ক, হাতে পোস্টার, পেছনের গ্রিলে ঝোলানো বড় ব্যানার নিয়ে মাত্র একজন ভক্ত জাতীয় প্রেসক্লাবের সামনে করলেন মানবন্ধন। সালমান শাহর এই ভক্তের নাম মাসুদ রানা নকীব। বাড়ি চাঁদপুরে। বিগত ২৪ বছর ধরেই যিনি বাস্তবে ও সোশ্যাল মিডিয়ায় লড়াই করে চলেছেন, সালমান শাহের অকাল প্রয়াণের আসল রহস্য জানার।

গতকাল, রোববার প্রেসক্লাবের সামনে একাই মানবন্ধন করা নকীব এক সংবাদমাধ্যমকে বলেন, ২৪ বছর ধরেই সালমান শাহের অকাল প্রয়াণের আসল সত্য সামনে আসুক চাইছি। এ চাওয়ার বাস্তবায়নের লক্ষেই প্রথমে পরিকল্পনা ছিল সব ভক্তদের জানিয়ে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও দাবি উত্থাপন করবো। কিন্তু তবে করোনার কারণে এই পরিকল্পনা থেকে সরে এসেছি। টিম সালমান শাহ’র পক্ষ থেকে দাবী আদায়ের লক্ষে আমি একাই দাঁড়িয়েছি। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে নকীবের অবস্থান কর্মসূচি। তিনি সালমান শাহ’র মৃত্যু রহস্য উদঘাটনের জন্য বেশ কিছু দাবি জানিয়েছেন। নকীব বলেন, ‘সালমান শাহ’র মৃত্যুর কিছু দিন আগে এফডিসিতে নায়ককে দুই সপ্তাহের জন্য বয়কট করা হয়। একটি সংবাদের ভিত্তিতে তৎকালীন শিল্পী সমিতির সভাপতি আহমেদ শরীফ এটি করেন। নায়ককে ক্ষমা চাইতে বাধ্য করতে নানা প্রেসার দেওয়া হয়। তার মৃত্যুর পর অনেক প্রযোজক-ব্যক্তি কোটিপতি হয়েছেন। সে সময়ে ঘটে যাওয়া এফডিসির প্রতিটি ঘটনা তদন্তের দাবি জানাই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া নায়কের মৃত্যুর পূর্ণ তদন্তের ভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দেওয়ার দাবি আমাদের।’ বর্তমানে তদন্তের ভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে আছে। গত ফেব্রুয়ারিতে পিবিআই সদর দপ্তর থেকে সংবাদ সম্মেলন ডেকে সংস্থাটির মহাপরিচালক বনজ কুমার মজুমদার জানান, ‘তদন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সালমান শাহ খুন হননি; তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত!’ তবে তা মানতে নারাজ সালমান শাহ’র পরিবারসহ এর ভক্তরা। তাই মাসুদ রানা নকীবের মতো ভক্তরা প্রতিবাদ জানিয়ে আসছেন রাজপথে দাঁড়িয়ে।


     এই বিভাগের আরো খবর