,

বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ॥ জানাজা সম্পন্ন

জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে দারুল কোরআন মাদ্রাসার ছাদ থেকে পড়ে হিফজ বিভাগের এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। সে বানিয়াচং সদরের মজলিশপুর গ্রামের নাজিম উদ্দিন খন্দকারের ছোট ছেলে আতহার উদ্দিন নাকিব (০৯)। ৭ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। তার জানাজার নামাজ গতকাল বাদ আছর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানা যায় ৬ সেপ্টেম্বর রবিবার মাগরিবের নামাজের সময় দারুল কোরআন মাদ্রাসার পশ্চিমের বিল্ডিংয়ে ২য় তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে মারাত্মক জখম প্রাপ্ত হলে তাৎক্ষণিক থাকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজ্বনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি ঘটলে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৮ ঘটিকায় সে মৃত্যুবরণ করে। তার লাশ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্বীয় স্বজনের মাঝে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার শিক্ষক ছাত্র ও বিভিন্ন এলাকার মানুষ এক নজর দেখতে ও পরিবারকে শান্তনা দিতে মৃতের বাড়িতে ছুটে যান। উল্লেখ্য নাকিব অত্র মাদ্রাসার হিফজ বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল এবং ইতিমধ্যে আড়াই পাড়া কোরআন শরীফ মুখস্ত করেছিল। ৪ ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট ছিল এবং মা বাবার স্বপ্ন ছিল কোরআনের হাফিজ করার সেই স্বপ্ন আজ স্বপ্নই স্বপ্নই থেকে গেল। তার জানাযার নামাজ গতকাল আসর নামাজের পর দারুল কোরআন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাযার নামাজে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন হযরত মাও: নুরুল ইসলাম ওলীপুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, মাও: মশিউর রহমান, মাও: গোলাম কাদির, মাও: বশির আহমদ সহ বিভিন্ন স্থান থেকে আলেম ওলামা ও জনপ্রতিনিধি বিভিন্ন স্থরের প্রায় হাজারো মুসল্লি অত্র জানাজায় অংশ গ্রহণ করেন। উক্ত জানাজার নামাজ পড়ান মরহুমের বড় ভাই মাও: মুজাহিদুল ইসলাম। জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


     এই বিভাগের আরো খবর