,

নবীগঞ্জে বেরী বিলের সীমানা নির্ধারণ

ইজারাদার ব্যতীত মৎস্য আহরণ নিষিদ্ধ

জাবেদ ইকবাল তালুকদার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর বেরী বিল নিয়ে দীর্ঘদিন ধরে দু পক্ষের মুখোমুখি অবস্থান ছিল। বড় সংঘষের্র আশঙ্কায় ছিল স্থানীয়রা। গতকাল ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বিলে উপস্থিত হয়ে উক্ত সীমানা নির্ধারণ করেন এবং উক্ত সীমানার মধ্যে ইজারাদার ব্যতীত মৎস আহরণ নিষিদ্ধ ঘোষনা করেন।
সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগেও উক্ত বিলের বিষয়টি সমাধানের উদ্যোগ নেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র এ.এস.পি. (সহকারী পুলিশ কমিশনার) পারভেজ আলম চৌধুরী। নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান ও সেকেন্ড অফিসার এস.আই শামসুল ইসলামের সহযোগীতায় সার্কেল এ.এস.পি’র অফিসে উভয় পক্ষকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এলাকার সালিশ বিচারক ও মুরব্বিয়ানবৃন্দ উপস্থিতিতে বৈঠকে বসেন। বৈঠকে উভয় পক্ষ মিলে জলমহাল ফিশিং করে লভ্যাংশ সমান ভাগে ভাগ করে নেয়ার সিদ্ধান্ত হয়। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় এলাকার পরিস্থিতি তখন স্বাভাবিক হলেও সম্প্রতি উক্ত বিলের বিষয়টি নিয়ে ফের বিরোধ দেখা দেয়। বিলে মৎস্য আহরণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগও উঠে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে গতকাল ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে বেরী বিল (সুজাপুর) এলাকায় সহকারী কমিশনার(ভূমি)’র উপস্থিততে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কর্তৃক ব্যক্তিনালিকানা ভূমির সহিত বিলের সীমানা চিহ্নিত করে লাল পতাকা দ্বারা সীমানা নির্ধারন করা হয়। এ সময় আইনগত সহায়তা করে নবীগঞ্জ থানা। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মেম্বার, বিলের ইজারা গ্রহিতাসহ স্থানীয় বাসিন্দারা।


     এই বিভাগের আরো খবর