,

বানিয়াচংয়ের সুবিদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ রাজস্ব খাতের অধীনে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন-২০২১ ও ২০৪১ এর লক্ষ্য হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বুধবার বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুরে মহিলাদের নিয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আমেনা আক্তারের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী। উন্মুক্ত বৈঠকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন কেন্দ্রীয় গণ যোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয়) মোঃ তৈয়ব আলী। এ সময় তিনি মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও তথ্য অধিকার এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া, পরিস্কার পরিছন্ন থাকা, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর বিভিন্ন উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন ও শিশুরা যাতে পানিতে ডুবে না মরে সে জন্য শিশুদের সাতার সেখানোর ব্যাপারে অভিভাবকদের পরামর্শ প্রদান করেন। এ সময় জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সকলকে পরিস্কার পরিছন্ন থাকার আহবান জানান। এছাড়াও উন্মুক্ত বৈঠকে এলাকার গন্যমান্যবর্গ মুরুব্বীয়ান সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর