,

নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে যুবক নিহত

সময় ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তের কাছে নাগর নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ছোট চড়ইগাতি গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বেউরঝাড়ি বিওপির ৩৮০/৮ নম্বর সীমান্ত পিলার বরাবর সীমান্তবর্তী নাগর নদীতে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে চলে যান। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। অন্য জেলেরা শরিফুলের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, বিএসএফের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর