,

দুই দশক পর চলচ্চিত্র প্রযোজনায় মৌসুমী ॥

বনোদন ডেস্ক : একসঙ্গে তিনটি ছবি প্রযোজনার ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তবে ছবির নাম ও কলাকুশলীর তালিকা এখনো চূড়ান্ত করেননি তিনি। রোজার ঈদের পরই তিনি ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন। এর আগে মাত্র একটি ছবিই প্রযোজনা করেছিলেন মৌসুমী। তাও প্রায় ১৯ বছর আগে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘গরীবের রানী’। তবে ছবিতে প্রযোজক হিসেবে দেখানো হয়েছিল মৌসুমীর বাবা নাজমুজ্জামান মনির নাম। এত দিন চলচ্চিত্র প্রযোজনা না করলেও ছোট পর্দার জন্য বেশ কিছু নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন মৌসুমী। এবারের ঈদের জন্যও মৌসুমীর প্রযোজনা সংস্থা স্বাধীন প্রোডাকশন থেকে দুটি নাটক ও টেলিছবি নির্মিত হয়েছে। এ ব্যাপারে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের এই দুঃসময়ে আমাদের এগিয়ে আসা উচিত। চলচ্চিত্রই আমাকে মৌসুমী বানিয়েছে। এবার এই ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই। তিনি বলেন, ‘প্রযোজনা সংস্থা ঋদ্ধি টকিজের সঙ্গে কথা বলেছি। প্রতিষ্ঠানটি আমার ছবি পরিবেশনার দায়িত্ব নেবে। গল্প বাছাই, শিল্পী নির্বাচনেও তাদের মতামত নেওয়া হবে। এর পর থেকে বছরে অন্তত পাঁচটি ছবি নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন মৌসুমী।


     এই বিভাগের আরো খবর