,

উইঘরে মুসলিম নির্যাতন বন্ধে লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে পত্র দিয়েছেন ব্রিটিশ এমপি ও লর্ডস সভার সদস্যরা

মতিয়ার চৌধুরী, লন্ডন : চীনের উইঘর মুসলিম সম্প্রদায়ের উপর জাতিগত নীপিড়ন নির্যাতন বন্ধ করতে লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিংয়ের কাছে পত্র দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। চীন সরকারকে সতর্ক করে লিখা ওই পত্রে সাক্ষর করেন ব্রিটিশ পার্লামেন্টের ১৩০জন সদস্য। পত্রে ব্রিটিশ এমপি ও সর্ডস সভার সদস্যরা সরাসরিই জাতিগত নিধনের অভিযোগ আনেন। পত্রে বলা হয় উইঘরের মুসলিম সম্প্রদায়কে নির্মুলের উদ্দেশ্যেই চীন সরকার পরিকল্পিত ভাবে নির্যাতন চালাচ্ছে। ব্রিটিশ আইন সভার সদস্যদের পাঠানো পত্রে উল্লেখ করা হয় নাৎসীরা জার্মানীতে যে ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছিল উইঘরের মুসলিমদের উপরও একই কায়দায় নির্যাতন চালাচ্ছে চীন। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘর মুসলিমরা কিভাবে বসবাস করছেন এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিশ্বসম্প্রদায়ের কাছে তা পরিস্কার করতে বলা হয়। বিশ্বসম্প্রদায়ের উদ্বেগ উৎকণ্টা দূর করতে বেইজিংকে পদক্ষেপ নিতে হবে।


     এই বিভাগের আরো খবর