,

বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা সদরের আমীরখানী খালপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতদের বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানাযায় জীবিকার তাগিদে বানিয়াচং বেষ্টিত সরকারি গড়ের খালে জালদিয়ে মাছ ধরতে যায় খালপাড় গ্রামের দুলন উল্লার পুত্র দিনমজুর সুলতান মিয়া (৫৫)। অন্যদিন কোন ধরনের বাঁধা প্রদান না করা হলেও ঐ সময়ে মাছ ধরতে আসলে আমীর খানী মহল্লার প্রভাবশালী মৃত কুতুব উল্লার পুত্র ফুল মিয়া (৬৫) হুমকি প্রদান করলে সুলতান তার বাড়ীতে চলে যায়। পরে একই মহল্লার লাল মোহাম্মদের পুত্র বাবুল মিয়া (৩০) ও তারই ছোট ভাই বুলবুল মিয়া (২৮) সহ একদল লোক তাদের বাড়ীতে আক্রমন করে সুলতান মিয়া তার স্ত্রী ছাবিরুন বেগম (৪৮) ও তারই পুত্র তাফসির মিয়া (১৮) কে মারপিঠ করে মারাত্নক আহত করে। এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় বাবা ছেলেকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও তার স্ত্রীকে বানিয়াচং সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। সরকারি খালে মাছ ধরতে গিয়ে দিনমজুর পরিবারের সদস্যরা অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন।


     এই বিভাগের আরো খবর