,

নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়কে ব্রিজের মধ্যখানে গর্ত ॥ ঝুঁকি নিয়ে চলাচল

সংবাদদাতা ॥ নবীগঞ্জে উপজেলার কাজিগঞ্জ বাজার নিকটস্থ ইনাতগঞ্জ সড়কের একটি ব্রিজের মধ্যখানে গর্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার জনসাধারণ ও যানবাহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে স্থানীয়দের মাঝে আশঙ্কা। সুত্রে জানা যায়- ব্রিজটি ছোট হলেও এর উপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আর শতশত যানববাহন চলাচল করে। তবে গুরুত্বপূর্ণ সড়কের এই ব্রিজটিতে গর্ত থাকায় দুটি রিকশা পর্যন্ত এক সঙ্গে চলাচল করতে পারে না। সেই সাথে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনাও। এছাড়া রাতে ব্রিজটি দিয়ে যাতায়াত করতে আলাদাভাবে সতর্ক থাকতে হয়। স্থানীয়দের দাবি, ব্রিজটি পরিকল্পনাহীন এবং টেকসইভাবে নির্মিত না হওয়ায় দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি গর্ত হয়ে গেছে ব্রীজের মাঝখানে। ঝুঁকিপুর্ণ ব্রিজটি পুণর্র্নিমাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, ব্রিজটি দিয়ে রাতে চলাফেরা করতে অনেক ভয় লাগে। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে রাতে যেতে ভয় করে, যদি গর্তের মধ্যে পড়ে যাই। এ ব্যাপারে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ বলেন- এই ব্রিজ নতুন করে নির্মাণ করার জন্য আবেদন করা হয়েছে। ব্রিজের মাঝে গর্ত হওয়ায় কিছুদিন আগেও আমি নিজ উদ্যোগে গর্ত ভরাট করে দিয়েছিলাম। কিন্তু এখন আবারও গর্ত হয়েছে।


     এই বিভাগের আরো খবর