,

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবীতে হাউজ অব কমন্সের সামনে অর্ধনগ্ন নারীদের বিক্ষোভ

মতিয়ার চৌধুরী, লন্ডন : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবীতে ব্যানার ফেষ্টুন নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামনে বিক্ষোভ করেছে কয়েকশত অর্ধনগ্ন নারী। এসময় পুলিশ ২৬ বিক্ষোভকারীকে আটক করেছে। অসংলগ্ন এই বিক্ষোভের সমালেচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘এক্সআর’ নামে একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভে অংশ নেয়া নারীদের পরনে ছিল শুধু একটি ট্রাউজার আর মুখে মাস্ক পরা। এতে ইংরেজীতে লিখা ছিল ‘‘সি ফোর’’। এর মাধ্যমে বিক্ষোভকারীরা বুঝাতে চেয়েছেন তাপমাত্র চার ডিগ্রি সেলসিয়াস কি সমস্যা দেখা দিতে পারে। কোবিড-১৯ এর কারণে ব্রিটেনের সব কিছুতে অচলাবস্থা বিরাজ করলেও এই প্রুপটি নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু করল। গেল বৃহস্প্রতিবার সকালের দিকে ব্রিটিশ পার্লামেন্টের আশপাশের সড়ক গুলো বন্ধ করে দেয় বিক্ষোভ কারীরা। যদিও বিক্ষোভ কারীরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করতে পারমিশন নিয়েছিলেন, শর্ত ভঙ্গ করে সড়ক অবরোধ করায় পুলিশ বিক্ষোভ কারীদের আটক করে। বিক্ষোভ কারীদের ব্যানারে লিখা ছিল ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ? এর মাধ্যমে বিক্ষোভকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি সমস্যা হতে পারে এর সত্যদিক গুলো তুলে ধরার আহবান জানায়। এই বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন অর্ধউলঙ্গ নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন গলায়। এর মাধ্যমে বিক্ষোভ কারীরা বুঝাতে চেয়েছেন জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যুদ্ধ হতে পারে, ঘটবে খরা পরিস্থিতি, বিশ্বে অনাহারী মানুষের সংখ্যা বাড়বে, বিলুপ্ত হয়ে যাবে বন্যপ্রাণী, বিশ্বপ্যাপী সহিংতা বাড়বে, দেখা দিবে দুর্ভিক্ষ। বিক্ষোভ শেষে এক টুইট বার্তায় ‘এক্সআর’ নামের এই সংগঠনটি জানায় আমরা ক্ল্ধাসঢ়;ইমেট ইর্মাজেন্সির পক্ষে। বিশ্বে এখন শিশুদের সামনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি হয়ে পড়েছে, বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটবে আমরা বাঁচতে চাই।


     এই বিভাগের আরো খবর