,

এমবাপ্পেও ক্লাব ছাড়তে চান

সময় ডেস্ক ॥ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ায় খবরে হইচই পড়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। তবে শেষ পর্যন্ত চলতি মৌসুমও ক্যাম্প ন্যুতে থেকে গেছেন বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে আগামী মৌসুমে কী হবে বলা যাচ্ছে না। একইভাবে আগামী মৌসুমে ক্লাব ছাড়ার জোর সম্ভাবনা আছে কিলিয়ান এমবাপ্পের। পিএসজিকে সেটা জানিয়েও দিয়েছেন ফ্রান্স তারকা এমবাপ্পে। সংবাদ মাধ্যম দি টাইমস এমনই খবর দিয়েছে। চলতি মৌসুম ছাড়াও এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি আছে আরও এক মৌসুম। তবে চুক্তির মেয়াদ এমবাপ্পে প্যারিসে শেষ করতে চান না। পিএসজি তার সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারা তাই চুক্তির শেষ বছরে এমবাপ্পেকে ছেড়ে দিয়ে মোটা অঙ্কের অর্থ ঘরে তোলার সিদ্ধান্ত নিতে পারে।
এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব লিভারপুল। এরই মধ্যে লিভারপুল কোচ জার্গেন ক্লপ এমবাপ্পেকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছেন বলেও খবর। এছাড়া রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানেরও দারুণ পছন্দ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী এই তারকা। প্রকাশ্যে তার প্রশংসাও করেছেন জিজু।
তবে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও তাকে দলে নেওয়ার লড়াইয়ে নামবে, এটা অনুমেয়। কারণ বার্সা এরই মধ্যে মেসির যোগ্য উত্তরসূরী খুঁজতে মাঠে নেমেছে।
আগামী মৌসুমে যেমন এমবাপ্পে পিএসজি ছাড়তে চান। তেমনি প্যারিসের পাঠ চুকাতে পারেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমারও। বার্সায় মেসির বিকল্প ভাবা হচ্ছে নেইমারকে। মেসির যখন বার্সা ছাড়ার গুঞ্জন জোরালো তখন আলোচনায় ছিলেন নেইমারও।
তবে পিএসজি তারকা নিশ্চিত করেছিলেন চলতি মৌসুম লিগ ওয়ানেই থাকছেন তিনি। এমবাপ্পে-নেইমার জুটি আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বলেও উল্লেখ করেন নেইমার। তবে চলতি মৌসুম শেষে কী হবে তা বলা চলে না। নেইমার-এমবাপ্পে দু’জনই তাই সম্পর্ক ছিন্ন করতে পারেন পিএসজির সঙ্গে। দু’জনই কি বেছে নেবেন বার্সাকে?


     এই বিভাগের আরো খবর