,

লন্ডনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফ্যাইনাল

ষ্টেপনী ফ্রেন্ডস ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জয় ফুটবল ক্লাব ইউকে

মতিয়ার চৌধুরী-লন্ডন : গতকাল ১৩ই সেপ্টেম্বর (রোববার) পূর্বলন্ডনের উইভার্স ফিল্ড মাঠে ব্রিটিশ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত ইউনাইটেড ফুটবল ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইন্যাল খেলায় ষ্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জয় ফুটবল ক্লাব ইউকে। টুর্নামেন্টে অংশ নেন ব্রিটিশ বাঙ্গারীদের দ্বারা পরিচালিত দশটি ফুটবল টিম। ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব, গোল্ডেন লায়ন ও ষ্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাব। রোববার এবং আবহাওয়া অনুকুলে থাকায় খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষনীয়।

খেলা শেষে লন্ডন সময় সন্ধ্যে ছয় ঘটিকায় পুরস্কার বিতরনী অনুষ্টানে ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খানের সভাপতিত্বে ও সাধান সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিম ও ক্লাব অধিনায়ক জামাল খান। পুরস্কার বিতরনী অনুষ্টানে ভার্চুয়্যাল আলোচনায় প্রধান অথিতি হিসেবে যোগদেন বাংলাদেশ সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি জাহিদ হাসান রাসেল, বিশেষ অথিতি হিসেবে আলোচনায় অংশ নেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বিসিবি‘র পরিচালক ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ। বিজয়ী, রানার্স আপ এবং টুর্নামেন্টে অংগ্রহনকারী দল গুলোর অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন্থ বাংলাদেশ হাইকমিশনের ফাষ্ট সেক্রেটারী এ.এস. এম. জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ক্রীড়া সংগঠন আঙ্গুর আলী। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ তাকে সহযোগীতা করেন আব্দুল বাছির ও আব্দুস সালাম। জাতির পিতার
জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত ইউনাইটেড ফুটবল ক্লাব দেশের বাইরে লন্ডনে আয়োজন বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের । গেল ৬ই সেপ্টেম্বর টুর্নামেন্ট উদ্ভোধন করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ।


     এই বিভাগের আরো খবর