,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার ॥ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। একই সাথে এই আইন পাস করতে মূখ্য ভূমিকা পালন করায় জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির এমপিকে জানানো হয়েছে ফুলেল শুভেচ্ছা। পাশাপাশি জেলাবাসীকে বিশাল উপহার এনে দেয়ায় এমপি আবু জাহিরকে গণসংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে আওয়ামী লীগের সাবেক জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরীকে আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরীকে সদস্য সচিব করে গণসংবর্ধনা বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মো. আবু জাহির এমপি’র বাস ভবনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রথমে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এড. মোঃ আবু জাহির এমপি বলেন, করোনা পরিস্থিতি উন্নতির সাথে সাথে রাজনৈতিক কর্মকান্ডও শুরু করতে হবে। তিনি জেলার সকল উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক কর্মকান্ড শুরু করার নির্দেশ প্রদান করেন। কেন্দ্রের নির্দেশ আসার পর যে সকল উপজেলা ও ইউনিয়নের সম্মেলন স্থগিত রয়েছে সেগুলোর তারিখ ঘোষণা করা হবে। তিনি সভার পক্ষ থেকে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় এবং এটি জেলা সদরে স্থান নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি এই আইন পাস করার বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান। পরে জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সকল নেতাকর্মীরা হবিগঞ্জবাসীকে বিশাল উপহার কৃষি বিশ্ববিদ্যালয় এনে দেয়ায় এমপি আবু জাহিরকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদানের বক্তব্য উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। গণসংবর্ধনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীকে আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরীকে সদস্য সচিব করে গণ-সংবর্ধনা উপ-কমিটি গঠন করা হয়েছে। পরে কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, এড. আবুল ফজল, আব্দুল কাদির চৌধুরী, সজিব আলী, এড. মনোয়ার আলী, ডা. অসিত রঞ্জন দাস, এড. লুৎফুর রহমান তালুকদার, আতাউর রহমান সেলিম, এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, মশিউর রহমান শামিম, এড. সুলতান মাহমুদ, হুমায়ুন কবির রেজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রুহুল হাসান শরীফ, ডা. নজরা চৌধুরী ও এড. মাহফুজা বেগম সাঈদা।


     এই বিভাগের আরো খবর