,

বানিয়াচংয়ে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ের সৈদ্যারটুলা গ্রামের ফারুক মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে বানিয়াচংয়ের গঙ্গাজল হাওরে। জানা যায়, গঙ্গাজল হাওরে বেশ কয়েকটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন সৈদ্যারটুলা গ্রামের ফারুক মিয়া। গতকাল সোমবার সকালে জনৈক ব্যক্তির মারফতে জানতে পারেন তার পুকুরে অগণিত মাছ মরে ভেসে উঠছে। তাৎক্ষনিক ফারুক মিয়া ও আশিক মিয়া পুকুরে চলে যান। সেখানে গিয়ে বিশাল আকৃতির পুকরের মাছ মরার দৃশ্য দেখে ভাষা হারিয়ে ফেলেন তারা। কিছুদিনের মধ্যেই যে মাছগুলো বিক্রি করার কথা ছিল, মুহুর্তের মধ্যে তাদের সে স্বপ্ন চুরমার হয়ে যায়। ফারুক মিয়া বিষয়টি তাৎক্ষনিক উপজেলা মৎস্য বিভাগকে অবহিত করেছেন। এ বিষয়ে পুকুরের লীজদাতা ফারুক মিয়া জানান, আর কিছুদিনের মধ্যেই এ মাছগুলো বিক্রি করার কথা ছিল, ২১ একর বিশিষ্ট পুকুরটিতে মাছ চাষাবাদ করা হয়েছিল। বিষ নিধনের ফলে তার পুকুরে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর