,

মোদির সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার

সময় ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে। তবে দ্বিপক্ষীয় কোনো আলোচনা হবে কিনা সে বিষয়টি চূড়ান্ত হয়নি। বিএনপির পক্ষ থেকে কয়েক দফা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এব্যাপারে যোগাযোগ করে শিডিউল চাওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, বিএনপি নেতার সঙ্গে পৃথক কোনো শিডিউল রাখার সুযোগ একেবারেই কম। তবে মোদির সম্মানে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনসহ বিএনপির একটি প্রতিনিধি দলের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনই নয় নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গেও বিজেপির মাধ্যমে লবিং করা হয়েছে মোদির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে। সেখান থেকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে মোদি সরকারের বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে স্থলসীমানা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনীতিকদের উপস্থিত থাকার পক্ষেই মোদির অভিমত বলে নয়াদিল্লির একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ সরকারের উপর। এ ব্যাপারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে জেনারেল (অব) মাহবুবুর রহমান এই প্রতিবেদককে বলেছেন, স্থলসীমানা চুক্তি নিষ্পত্তিতে বিএনপির ভূমিকা অনেক বেশি। এটা নরেন্দ্র মোদি অবশ্যই জানেন। বিএনপি সরকারে থাকার সময় ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার ও কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে। তারই ফসল আজকের চূড়ান্ত নিষ্পত্তি। কাজেই এই কৃতিত্বের দাবিদার যদি আওয়ামী লীগ নিজেকে মনে করে তবে অবশ্যই ভুল হবে। মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রস্তুতি রয়েছে।


     এই বিভাগের আরো খবর