,

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে

চুনারুঘাটে ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা : চুনারুঘাটে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৩২হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। চুনারুঘাট পৌরসভায় গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায়  ছিল- চুনারুঘাট থানার-পুলিশের একটি টিম। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, কোনো অবস্থাতেই পেঁয়াজের বাজার অস্থির করতে দেয়া হবে না। বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না করতে এবং মূল্য তালিকা প্রদর্শন করার জন্য আহ্বান জানিয়েছেন। হঠাৎ করে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা বন্ধ হওয়ায় পেঁয়াজের বাজারে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে বাজারে পেয়াজের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর