,

একাত্তরে সেই ভয়াবহতার চিত্র রয়েছে কৃষ্ণপুরবাসীর স্মৃতিতে -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে পাকিস্তানিদের বর্বরতা থেকে রা পায়নি ছোট্ট শিশু। নারকীয় হত্যাকান্ডের সঙ্গে সঙ্গে তারা কেড়ে নিয়েছিল বাঙালি মা-বোনদের ইজ্জ্বতও। খুচিয়ে-খুচিয়ে মেরেছে অসহায় মানুষদের। তাদের ব্রাস্ট ফায়ারে স্থানে স্থানে পড়েছিল লাশের স্থপ। একাত্তরের সেই ভয়াবহতার চিত্র রয়েছে কৃষ্ণপুরবাসীর স্মৃতিতে। গতকাল শুক্রবার বিকেলে লাখাই উপজেলার কৃষ্ণপুর গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় কৃষ্ণপুর বধ্যভূমিটি সঠিকভাবে রণাবেণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি। পাশাপাশি বধ্যভূমিটি সংরক্ষণে বিভিন্ন স্থাপনা নির্মান করে দেয়ার আশ্বাসও প্রদান করেছেন তিনি। এর আগে গণহত্যায় শহীদদের প্রতি প্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বধ্যভূমির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির। বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহফুজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শাকীল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনি প্রমুখ।


     এই বিভাগের আরো খবর