,

করোনা সংকটেও হবিগঞ্জে বাড়ছে চুরি, বেড়েছে মাদকসেবী ও জুয়াড়িদের উপদ্রব

জুয়েল চৌধুরী ॥ করোনা সংকটেও হবিগঞ্জ জেলায় পাল্লা দিয়ে বাড়ছে চুরি-ছিনতাইসহ মাদকসেবী ও জুয়াড়িদের উপদ্রব। ফলে এ জেলার সাধারণ মানুষ রয়েছেন অনেকটা আতংক আর উৎকণ্ঠায়। শহরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার টহল জোরদার থাকলেও থেমে নেই মাদকসেবী ও জুয়াড়িদের তৎপরতা। শহরের গোসাইপুর এলাকার চিহ্নিত চোর ইউনুছ মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে তাকে ধরছে না। ফলে এলাকায় চুরি, ছিনতাই মারাত্মক আকার ধারণ করেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় দেখা মিলছে মাদকসেবীদের মাতলামি। সন্ধ্যার পর ওইসব এলাকায় মাদকসেবী ও জুয়াড়িদের তৎপরতা দেখে মনে হয় শহরের দোকানপাট বন্ধ থাকলেও সহজে মিলছে মাদক। এসব সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করে তুলছে মাদকসেবীরা। জানা যায়, এসব মাদকসেবী ও জুয়াড়িরাই শহরের বাসা-বাড়িতে চুরির সাথে জড়িত। অনুসন্ধানে জানা গেছে, সদর থানায় চুরির বিষয়ে একাধিক সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগীরা। কিন্তু অধিকাংশই নিষ্পত্তি হয়নি, এমনকি কোনো মালামাল উদ্ধারও হয়নি এবং কোনো চোর ধরাও পড়েনি। ওইসব এলাকার জনসাধারণ মাদকসেবীসহ বিক্রেতাদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর