,

নবীগঞ্জে সরকারি খাস খাল ও নদী ইজারা বন্দোবস্ত না দেওয়ার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ

সংবাদদাতা : নবীগঞ্জে জন সাধারণের ব্যবহারের স্বার্থে সরকারি খাস খাল ও নদী ইজারা বন্দোবস্ত না দেওয়ার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর গত ৯ সেপ্টেম্বর ২০২০ইং একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আজলপুর এলাকাবাসী। অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলার আজলপুর মৌজার আর.এস জে.এল নং ১১২, খতিয়ান নং ১, আর.এস  দাগ নং ৯৪, ১৬৯, ১৭০, ৩৫৭, ৭৫৬ এর নদী ও একই উপজেলার জিয়াদিপুর মৌজার আর.এস জে.এল নং ১২১, খতিয়ান নং ১, আর.এস দাগ নং ১৫৮ এর খাল দীর্ঘ দিন যাবৎ জন সাধারণের প্রয়োজনে ভোগ ব্যবহার করা হয়েছে। ওই নদী ও খালের পানি দ্বারা শুকনো মৌসুমে কৃষি কাজে পানি ব্যবহার সহ গবাদি পশু ধৌত করাসহ পানি নিষ্কাশনসহ এলাকার সর্বস্থরের জনগণ মাছ শিকার করে আসছেন। কিন্তু কিছু কুচক্রী মহল ওই খাল ও নদী হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত নিয়ে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবে বলে এলাকায় প্রকার করে আসছে। তিনি অভিযোগপত্রে আরো উল্লেখ্য করেন, যদি ওই খাল ও নদী হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত করা হয় তাহলে ওই এলাকার প্রায় ১ হাজার পরিবারের সদস্যরা তাদের ন্যায্য স্বার্থ ও অধিকার থেকে বঞ্চিত হবে। এলাকার জনসাধারণ শুকনো মৌসুমে কৃষি কাজ সহ নদী থেকে মাছ শিকার বা অন্যান্য কাজ করলে তারা বাধা দিবে। এতে এলাকায় শান্তিশৃঙ্খলা বিঘ্নসহ যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং ওই এলাকার জনসাধারণের জনস্বার্থ রক্ষার্থে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বা জেলার কোন কার্যালয়ে থেকে কোন ব্যক্তি, সংগঠন বা কোন প্রতিষ্ঠানকে কোন প্রকার ইজারা বা বন্দোবস্ত না দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগে উল্লেখ করেন।


     এই বিভাগের আরো খবর