,

হবিগঞ্জ শহরের ৬নং ওয়ার্ডে পৌরসভার উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের সিনেমা হল বাজারে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়াডের উঠান বৈঠক। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন সেক্টর প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশান প্লান, গ্যাপ অন্তভূক্ত কমসূচীর অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়াডের মহিলা কাউন্সিলর খালেদা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়াডের কাউন্সিলর শেখ নূর হোসেন। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, ইউজিআইআইপি’র প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগসহ এলাকার নারীসমাজের একাংশ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এবং এ ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান। এছাড়াও প্রত্যোকের জীবনে পরিস্কার পরিচ্ছন্নতার নিয়মাবলী মেনে চলতে এবং পরিবেশ সুন্দর রাখাতেও সকলের প্রতি আহবান জানানো হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি শেখ নূর হোসেন ও সভাপতি খালেদা জুয়েল হবিগঞ্জে কৃষি বিশ^বিদ্যালয় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর