,

সদর হাসপাতালের প্রধান ফটকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকে ব্যাঙের ছাতার মতো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ওই সব দোকানে রাতের বেলা অপরাধীদের মিলনমেলা বসে। থানার সামনে এসব দোকানে অপরাধীরা ছদ্মবেশে ঘোরাফেরা করলেও পুলিশ নিরব। ইতোপূর্বে বেশ কয়েকবার অবৈধ স্থাপনা হিসেবে ওই এলাকা থেকে দোকানগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আবারও এসব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। জানা গেছে, এক শ্রেণির অপরাধী ও তাদের সোর্স এখানে বসে থানা থেকে পুলিশের গতিবিধি লক্ষ্য করে এবং সংশ্লিষ্ট অপরাধীদের খবর দিয়ে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, একটি মহলকে মাসোহারা দিয়ে এসব দোকানের পজিশন
নিয়েছেন। এসব দোকান থাকার ফলে হাসপাতালের প্রবেশমুখে যানজট সৃষ্টি হচ্ছে। ঘটছে বাকবিতন্ডা ও অপ্রীতিকর ঘটনা। এ বিষয়ে পৌর মেয়র মিজানুর রহমান জানান, অচিরেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।


     এই বিভাগের আরো খবর