,

চুনারুঘাটে শশুর বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের টাক্টর চালক মোঃ আইয়ুব আলী নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ তার শ্বশুর বাড়ি একই উপজেলার চানঁপুর বস্তি থেকে উদ্ধার। জানা যায়, গত ৩ বছর পূর্বে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চানঁপুর বস্তির কুলসুমা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ দেখা দেয়। দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হত। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১১দিন পূর্বে কুলসুমা আক্তার তার বাবার বাড়ি চানঁপুর বস্তিতে চলে যায়। মিরাশী ইউনিয়নের আসলা গ্রামে মৃত গোলাপ মিয়া পুত্র মোঃ আইয়ুব আলী (৩২), কে তার স্ত্রী গতকাল বিকালে ফোন দিয়ে বলে যে, সালিশতার প্রয়োজন নেই তুমি আস আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। এই কথা শুনে আইয়ুব আলী সন্ধার ৭ টার দিকে তার শ্বশুর বাড়িতে যায়। তার শ্বশুর বাড়ির লোকজন জানায়, রাত ৯ টার দিকে খাবারে পর হঠাৎ করে সে নিখোজঁ হয়ে যায়। অনেক,খোজা ঁখোজির পর আমরা তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার সকালে চানঁপুর বস্তির জৈনক লোকমান মিয়াকে বাগানের একটি আকাশী গাছের সাথে গলায় ওরনা পেছানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই আব্দুল্লা আল জাহিদের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনার স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি সুরতহাল করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে এস আই আব্দুল্লা আল জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এখন পযন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর