,

দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ আসর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে ‘হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর’ উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এড. নির্মল ভট্রাচার্য্য রিংকু, মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, চ্যানেল এস হবিগঞ্জ প্রতিনিধি শাদত হোসেন মুক্তা, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এমএ ওয়াহেদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মঈন উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য মুজিবুর রহমান, বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, হবিগঞ্জ জেলা রিপোর্টার ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, এশিয়ান টিভির প্রতিনিধি এমএ আজিজ সেলিম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, সাংবাদিক ফোরাম সদস্য সাইদুর রহমান কুটি ও সিরাজুল ইসলাম জীবন, হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার একে কাওসার, খোয়াই স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, প্রিয় ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি এম সজলু, সমাচার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, প্রতিদিনের বানীর স্টাফ রিপোর্টার এইচ এম হেলিম, মা ফার্মেসীর স্বত্তাধীকারী এএইচ রুবেল, সজল, মোঃ কাউছার প্রমুখ। মিলাদ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ বাচ্চু। উল্লেখ্য, রাসেল চৌধুরী বেশ কিছুদিন যাবত অসুস্থতাবোধ করলে গত ১৮ সেপ্টেম্বর তিনি করোনা পজিটিভ হন।


     এই বিভাগের আরো খবর