,

প্রতিটি ওয়ার্ডে আন্দোলনের ঢেউ ছড়িয়ে দিতে হবে -ডা. জীবন

জহিরুল ইসলাম নাসিম ॥ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে মুরাদপুর বাজারে অনুষ্ঠিত সম্মেলন পরবর্তী আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফুল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মখলিছুর রহমান আবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। সম্মেলনের উদ্ভোধক ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল, এড. আব্দুল কাদির, মোঃ মহিবুর রহমান বাবলু, মহিলাদল সভানেত্রী তানিয়া খানম, এড. সামিউল আহমদ খান, ৩নং ইউনিয়ন বিএনপির আহবায়ক সোহেল আহমদ, ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, জহিরুল ইসলাম নাসিম, নজরুল ইসলাম প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ রুহুল আমীন চৌধুরী, ফজিজুল ইসলাম, নুরুল হক চৌধুরী, আব্দুল আলীম তালুকদার, আমিরুল ইসলাম চৌধুরী, যুবদল নেতা শামীম আহমদ, বাদশা মিয়া, ছাত্রদল নেতা তুহিন ঠাকুর, ক্বারিমুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে ইউনিয়ন বিএনপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দের নাম সম্মেলনের উদ্ভোধক ঘোষনা করেন। সভাপতি হিসেবে মধু মিয়া তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ফজিজুল ইসলাম, সহ সভাপতি নুরুল হক চৌধুরী, আলী রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক তালুকদার আলীম, সাংগঠনিক সম্পাদক আমিরুল হক চৌধুরী।
প্রধান অতিথি ডা. জীবন তার বক্তৃতায় বলেন ইলিয়াস আলী সহ প্রায় ৫ শত লোক গুম হল লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে এর বাহিরে কিন্তু মুরাদপুর নয়। তিনি বলেন এই সরকার মানুষের ভোটাধিকার হরন করে অবৈধভাবে ক্ষততায় রয়েছে দূর্নীতিতে দেশ ভরে গেছে ইচ্ছে করলেও স্বয়ং শেখ হাসিনাও দূর্নীতি বন্ধ করতে পারবেনা কারণ তিনি নিজেই দূর্নীতির মাধ্যমে দিনের ভোট রাতে করে ক্ষমতায় রয়েছেন। তিনি আরও বলেন শুধু আন্দোলন জেলা উপজেলায় করলেই হবেনা তৃণমূলের প্রতিটি ওয়ার্ডে ওই আন্দোলনের ঢেউ ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন ওই সরকারের আমলে কেউ শান্তিতে নেই। ভারত আমাদের পেয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে। শুষ্ক মৌসুমে ৫৪ টি নদীর পানি তারা বন্ধ করে দেয়। তিনি বলেন এই দেশে শক্তিশালী ও জনগণের সরকার নির্বাচিত থাকলে ভারতের কাছ থেকে ন্যায্য দাবী আদায় করা সম্ভব। তিনি বলেন আমাদের সরকার ক্ষমতায় এলে শিবপাশা থেকে বিথঙ্গল পর্যন্ত রাস্তা আবুরা করা হবে।


     এই বিভাগের আরো খবর