,

বানিয়াচংয়ে জমে উঠেছে ব্যবসায়ী সমিতির নির্বাচন

আগামীকাল শনিবার ভোট

জহিরুল ইসলাম নাসিম  বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যান পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ী ভোটারদের দোকানে ও বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। তবে ব্যবসায়ীরা ভোট কাকে দেবেন সে বিষয়ে কোন রকম মূখ খূলছেন না। প্রায় ১ শত বছর পূর্বে বাজার প্রতিষ্ঠা হলে ও এবারই প্রথম গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেল ব্যবসায়ীরা। বাজারের আনাচে কানাচে পৌস্টারে পোস্টারে ছেয়ে গেছে। আগামীকাল ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ ঘটিকা থেকে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলবে ভোট গ্রহন। ৪টি বুথে মোট ৬২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ৬টি পদে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যকোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রেজাউল মোহিত খাঁনকে সভাপতি হিসেবে ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সহ-সভাপতি পদে আব্দুল হান্নান আরজু মিয়া, বাবুল মিয়া, মোঃ আব্দুর রহমান ও সাবাজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোস্তফা মিয়া, শেখ আবদাল হোসেন, মোঃ শামীম হাসান ও মোঃ ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ও শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোবাশ্বির আহমদ, মস্তফা মিয়া ও দিদারুল আলম, প্রচার ও ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান ও মোঃ মোশাহিদ মিয়া। এছাড়া সাধারন সদস্য পদে আব্দুল মুকিত, মোঃ মহসিন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সেতু মিয়া, মোঃ শুলীন আলী খান, মোঃ মাহির মিয়া, মোঃ ইমরান আহমদ, রনজিৎ দত্ত, মোঃ রবিউল আলম ও কামরুজ্জামান মিয়া নির্বাচন করছেন। তম্মধ্যে সহ-সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাধারন সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন এবং সাধারন সদস্য পদে ৩ জন বিজয়ী হবেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা ক্বাজী মাও: আতাউর রহমান, সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রেসক্লাব সদস্য আরিফুল রেজা নির্বাচন কমিশন অফিস পরিদর্শন করেছেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বিপুল ভূষন রায়, কমিশনার ডাঃ এম এ জালাল, সুফতি আহাম্মদ আলী ও নারায়ন কর উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর