,

এ যুগে উন্নয়নের হাতিয়ার প্রযুক্তি নির্ভর শিক্ষা…..স্পিকার

সময় ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান যুগে উন্নয়নের প্রধান হাতিয়ার প্রযুক্তিনির্ভর শিক্ষা। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের লালদীঘির আরিচপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিফলক অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সময়োপযোগী কার্যকর পদক্ষেপের কারণে আজ সবাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল প্রমুখ।


     এই বিভাগের আরো খবর