,

হবিগঞ্জে বাহারী পান বিক্রি করে বৃদ্ধের জীবিকা নির্বাহ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আসা যাওয়ার পথে প্রধান ফটকের মরম আলী নামের এক বৃদ্ধ বাহারী পান বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ১০ বছর ধরে তিনি হাসপাতালের সামনে বিভিন্ন মসলা দিয়ে আগুন, রত্না, বিলাসীসহ বাহারী নামের পানের খিলি বিক্রি করেন। ৫ টাকা থেকে শুরু করে ২৫ টাকা পর্যন্ত এসব পানের দাম রাখা হয়। এ প্রতিনিধির সাথে আলাপকালে মরম আলী আক্ষেপ করে বলেন, বৃদ্ধ হয়েও পান বিক্রি করে সংসার চলে। তারপরও তিনি বয়স্ক ভাতা কিংবা সরকারি কোনো সাহায্য সহায়তা পাননি। বয়স্ক ভাতার জন্য চেয়ারম্যানের কাছে গেলে বলেন, মেম্বারের কাছে যাও। মেম্বারের কাছে গেলে বলে চেয়ারম্যানের কাছে যাও। এরকম করতে করতে কয়েক বছর পেরিয়ে গেলেও বয়স্ক ভাতা পাননি। অবশেষে পান বিক্রিই তার একমাত্র পেশা। তার কোনো নিজস্ব জমি নেই। দুই সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন। এ ছাড়াও তিনি অসুস্থ বলে জানান। এ জন্য তিনি কর্তৃপক্ষের নিকট বয়স্ক ভাতা পাওয়ার আবেদন জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর