,

মাদক সকল পাপের মূল -পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

জহিরুল ইসলাম নাসিম ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম বলেছেন, মাদক সকল পাপের মূল। মাদক যারা গ্রহন করে তাদের বেশীর ভাগই চুড়ি ডাকাতি, ছিনতাইসহ খুনের মতো জঘন্য কাজে জড়িয়ে পড়ছে। সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাটিয়েই আপনার দায়িত্ব শেষ মনে করলে হবেনা। খোঁজ রাখুন কার সাথে আপনার সন্তান উঠাবসা করে। সন্ধ্যার পর বিশেষ প্রয়োজন ছাড়া ঘরথেকে বেড় হতে দেবেন না। খারাপ সঙ্গীর কারনেই শিক্ষার্থীরা মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে। মনে রাখবেন আপনার সন্তান আপনার ভবিষ্যত। বর্তমানে হবিগঞ্জ জেলার আইন-শৃংখলার উন্নয়নসহ আমুল পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো গ্রাম্য দাঙ্গা হয়না। গ্রাম্য দাঙ্গায় টেটা ফিকলের ঝনঝনি শোনা যায়না। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার পাশাপাশি গ্রাম্য দাঙ্গা কমে এসেছে। গতকাল রবিবার সকালে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ার সংস্কার কাজের শুভ উদ্ভোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীমের সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, বানিয়াচং থানার অফিসার ইনচার্য মোহাম্মদ এমরান হোসেন, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংকর পাল, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, হবিগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ব, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ দন্দ্র মোদক, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পার্থ প্রিথম দাশ, পংকজ কুমার, বিপ্লব রায়, নিরঞ্জন সাহা প্রমুখ। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভাশেষে প্রধান অতিথির পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর