,

নাম্বার প্লেইটের দাবিতে রিক্সা বন্ধ রেখে শত শত শ্রমিকের বিক্ষোভ মিছিল সমাবেশ

সংবাদদাতা ॥ অবিলম্বে ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো, বন্ধ রাখা, আটককৃত রিক্সা বা ব্যাটারি ফেরত প্রদান, শ্রমিকের উপর নির্যাতন বা হয়রানী বন্ধ করা, দূরত্ব অনুযায়ী যুক্তিসংগত ভাড়া নির্ধারনী চাট প্রদান, যানযট নিরসনের জন্য রাস্তা প্রস্তুতকরণ, সকল শ্রমিকের ট্রেডইউনিয়ন করার অধিকার প্রদানসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্ট থেকে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল সহকারে শহরের প্রধান প্রধান রাস্তা পদক্ষিণ করে কোর্টস্টেশনের মোত্তালিব চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলার সংগঠক শ্রমিক নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলায় আহবায়ক ও অটোরিক্সা শ্রমিক আন্দোলনের সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের সংগঠক আব্দুর রহমান, ধনু মিয়া, বারিক মিয়া, ছালেক মিয়া, ব্যবসায়ী রাইমুল ইসলাম চৌধুরী, আক্কাস আলী, মনসুর আহমেদ, অটোরিক্সা শ্রমিকনেতা মাশুক মিয়া, ছামসুর রহমান, সঞ্জিব আলী, শাহাব উদ্দিন মিয়া, জসিম উদ্দিন, পারভেজ মিয়া, আব্দুল গনি, হিরা মিয়া, আব্দুল জব্বার, শেখ আব্দুল মোতাল্লিব, মস্তু মিয়া, জজ মিয়া, জলপু মিয়া, শংকর বৈদ্য, সোহেল মিয়া, মহসিন আলী, জাহির মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর