,

নবীগঞ্জের পানিউম্দায় জামাই খুনের ঘটনায়…শাশুড়ী গ্রেফতার

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জে শ্বশুড় বাড়ির আঙ্গিনায় জামাই খুনের ঘটনায় শাশুড়ী রাজিয়া বেগম (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে ময়না তদন্ত শেষে নিহত লালন মিয়ার লাশ দাফন করা হয়েছে বলে জানাগেছে। রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা দক্ষিন পাড়া গ্রামের ফাতির আলীর ছেলে লালন মিয়া (৪০) গত মঙ্গলবার রাতে শশুড় বাড়িতে পারিবারিক কলহের কারনে আটককৃত স্ত্রীর সাথে থাকা ১ বছরের শিশু কন্যাকে আনতে যায়। এতে স্ত্রী শাকিরা বেগম বাধা দেয়। এনিয়ে বাদানুবাদের এক পর্যায়ে জামাই লালন ও শ্বশুড় বাড়ির লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় শাশুড়ি রাজিয়া বেগম (৩৫) আহত হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালক সেলিম মিয়া দুলাভাই লালন মিয়াকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় জামাই লালন মিয়াকে বাহুবল এবং গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে রাতেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়া লালনকে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাঁিড়র ইনর্চাজ এস. আই, মোঃ আরিফ উল্লাহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত শাশুড়ি রাজিয়া বেগমের পুলিশের পাহারায় চিকিৎসা চলছে। এলাকাবাসী সুত্রে জানাযায়, উক্ত নিহত জামাতা লালন মিয়া প্রায় বছর খানেক পুর্বে পারিবারিক কলহের কারনে তার প্রথম স্ত্রী ১ সন্তানসহ বিবাহ বিচ্ছেদ ঘটে। এর কিছু দিন পরেই লালন মিয়া একই গ্রামের মকফির মিয়ার কন্যা শাকিরা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। দাম্পত্য জীবনে শাকিরার অস্বাভাবিক চলাফেরায় তাদের মধ্যে প্রায়ই ঝগরা বিবাদ চলে আসে। এরই মধ্যে তাদের ১ কন্যা সন্তানের জন্ম হয়। যার বয়স ১ বছর। পারিবারিক ঝগড়া বিবাদকে পুজি করে শাকিরা তার পিত্রালয়ে আসার নানা ফন্দিপিকির করত: যার কারনে প্রায় ২ মাস আগে স্ত্রী শাকিরা বেগম শিশু সস্তানকে নিয়ে পিত্রালয়ে চলে আসে। সর্বশেষ গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালন মিয়া তার শিশু সন্তানকে দেখতে শ্বশুর বাড়ি যায়। শিশু কন্যাকে দেখতে না দেওয়ায় উভয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতির এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।


     এই বিভাগের আরো খবর