,

হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়ক সংস্কার কার্যক্রম বন্ধ (?)

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ বানিয়াচঙ্গ ১৮ কি.মি. সড়ক অর্ধাংশ সংস্কার উন্নয়নের কার্পেটিং শেষে আবহাওয়া জনিত কারনে আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাকী অর্ধাংশের কাজ ঈদের পর শুরু করা হবে বলে জানানো হয়েছে। জানাযায়, হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়কের জিরো পয়েন্ট খোয়াই বেইলী ব্রীজ থেকে কার্পেটিং কাজ উমেদ নগর শিল্প নগরীর কিছু অংশ বাদ দিয়ে গত ১ মাসে রতœা নদীর উত্তর দিকের ভাটিপাড়া ব্রীজ পর্যন্ত গুনগতমান ব্যাতিরেখে কাজ করা হয়েছে। বৃষ্টির ফাঁকে ফাঁকে স্কেপিং না করেই পাথর মাটি মিশ্রিত খোয়া দ্বারা গর্ত ভরাট করে রোলিং করে তার উপর কার্পেটিং করা হয়েছে। এর স্থায়ীত্ব নিয়ে জনমনে বিরোপ প্রতিক্রিয়া দেখা গেলেও ভয়ে কাউকে মুখ খুলতে দেখা যায়নি। ইতোপূর্বে বর্তমান সড়ক সংস্কার কাজ শুরুর দাবিতে পরিবহন সংস্থা ও বিএনপির আন্দোলনের ডাককে সরকারী দল থেকে তিরষ্কার ও ভয় ভীতি প্রদর্শন করায় কাউকেই আর প্রকাশ্যে সমালোচনা সমালোচনা করতে শুনা যায়নি। অন্যদিকে বানিয়াচঙ্গের একজন উঠতি যুবক এডভোকেট খান ঠিকাদারকে সড়কের সংস্কার কাজে সাহায্য-সহযোগিতা (!) করতে গিয়ে কুলাউড়ায় আটক ও শর্ত সাপেক্ষে ছাড়িয়ে আনা হয়। বিষয়টি চাউর হওয়ার পর থেকে সচেতন মহল রাস্তার যে কোন বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছে। বর্তমানে সড়ক সংস্কার কাজ বন্ধের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সাথে মোবাইলে চেষ্টা করে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন প্রকৌশলী জানান আবহাওয়াগত কারনে বন্ধ করা হয়েছে। তবে ঈদের পর আবহাওয়া কাজের অনুকূলে থাকলে দু’সপ্তাহেরই সিডিউল অনুযায়ী উন্নয়ন সংস্কার কাজ শেষ করা যাবে। হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়ক উন্নয়ন সংস্কার কাজ বন্ধের বিষয়ে হবিগঞ্জ জেলা ইউ/পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, বাস্তবতার প্রেক্ষিতেই কাজ স্থগিত রেখেছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বানিয়াচঙ্গবাসির পক্ষ থেকে অনুরোধ করেছি তারা যেন শীঘ্রই খোয়া দিয়ে সড়কে গর্ত গুলি কার্পেটিং ও রোলিং করে দুর্ভোগ লাগব করার ব্যবস্থা করেন।


     এই বিভাগের আরো খবর