,

নবীগঞ্জ শহরে বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় নিহত ১ ॥ আহত ৪ ॥ পুরবী সুজ ক্ষতিগ্রস্থ

জসিম তালুকদার : নবীগঞ্জ শহরে বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় রিক্সারোহী ধান ব্যবসায়ী আব্দাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এর আগে বাস চাপায় আহত সিএনজি অটোরিক্সার ৪ যাত্রীকে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ৯টার দিকে। দূর্ঘটনায় সিএনজি, রিক্সা ও শহরের পূরবী সুজ’র সাইনবোর্ড ও বারান্দা ক্ষতিগ্রস্থ হয়েছে। সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী যাত্রীবাহী বাস নং (চট্টগ্রাম- জ- ১৪৯১) বেপরোয়া গতিতে এসে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে দূর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পায়। সকাল ৯ টার দিকে নবীগঞ্জ শহরে প্রবেশ করে জুয়েল ম্যানশনের চৌরাস্তা ক্রস করার সময় পাশের পূরবী সুজ’র বারান্দায় ধাক্কা দেয়। এতে দোকানটি ক্ষতিগ্রস্থ হয়। এরপরই দ্রুত বেগে পাশের ধান বুঝাই একটি রিক্সায় ধাক্কা দিলে রিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় রিক্সারোহী ও ধান ব্যবসায়ী আবদাল মিয়া (৫০) মাটিতে লুটে পড়লে ঘাতক বাস তার মাথায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত আবদাল মিয়া নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত হাফিজ উল্লার ছেলে। এর আগে ঘাতক ওই বাসটি বেপরোয়া গতিতে এসে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি অটো রিক্সা (হবিগঞ্জ থ ১১- ৬১৮২)কে চাপা দেয়। এতে সিএনজি অটো রিক্সাতে বসা যাত্রী উপজেলার দত্তগ্রামের উপেন্দ্র রায়ের ছেলে উত্তান রায় (৬০), ঈশ্বর দাশ (২২), রাজাবাদ গ্রামের ইমাম উদ্দিন (৪৫), তার স্ত্রী লালফুল বেগম (৪০) গুরুতর আহত হলে তাৎনিক তাদেরকে নবীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ইমাম উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। মর্মান্তিক সড়ক দূঘর্টনায় হতাহতের স্বজনদের কান্নায় হাসপাতালে হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার ও ঘাতক বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। নবীগঞ্জ শহরে এ দূর্ঘটনায় ধান ব্যবসায়ী আবদাল মিয়ার মৃত্যু ও অপর আহতদের ঘটনার জন্য লক্কর ঝক্কর গাড়ী ও অদক্ষ চালককে দায়ী করেছেন সচেতন সমাজ। তারা বলেন উক্ত যাত্রী বাহি বাসটি অনেক আগে থেকেই চলন্ত অবস্থায় ক্রটি দেখা দেয়। চালক বুঝেও না বুঝার ভান করে বেপরোয়া গতিতে আসতে গিয়েই এই মর্মান্তিক দূর্ঘটনায় পতিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর