,

সান্তনার জয় ভারতের

সময় ডেস্ক ॥ বাংলাদেশ সফরে অবশেষে জয় পেল ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৭৭ রানে পরাজিত করে সান্তনার জয় নিয়ে মাঠ ছাড়ল সফরকারী ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত ৩১৮ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকদের সামনে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের হারানোর কিছু নেই তবে পাওয়ার ছিল অনেক। ঘরের মাটিতে পাকিস্তানের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগ হাতছাড়া হল টাইগারদের। সর্বোচ্চ ১৩ উইকেট নেওয়া বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টসেরা হয়েছেন। ভারতের দেওয়া ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা তেমন ভাল হয়নি স্বাগতিকদের। দলীয় ৮ রানে টাইগার সমর্থকদের হতাশ করে অবিবেচকের মতো সাজঘরে ফেরেন ওপেনার তামিম ইকবাল। তিনি করেন ৫ রান। লেগ স্ট্যাম্পের ওপরে লাফিয়ে ওঠা বলে জোরালো আবেদনে আঙুল দেন অসি আম্পায়ার রড টাকার। এরপরও দাপটের সঙ্গেই খেলছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। কুলকার্নির বলে বিগ শট খেলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিনের তালুবন্দি হন তিনি। সৌম্য আউট হন ৪০ রানে। একপর্যায়ে দলীয় ১১২ রান থেকে ১৪৮ রানের মধ্যে একে একে মুশফিকুর রহিম ২৪, লিটন দাশ ৩৪ এবং সাকিব আল হাসান ২০ রানে সাজঘরে ফিরলে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর সাব্বির-নাসির জুটি ভালভাবেই লড়তে থাকেন। সাব্বির ব্যক্তিগত ৪৩ রানে বিনির বলে বোল্ড হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। এরপর দলীয় ২০৫ রানে মাশরাফি কোনো রান না করেই মাঠ ছড়েন। আর দলীয় ২১৬ রানে নাসির ব্যক্তিগত ৩২ রানে অশ্বিনের শিকারে পরিণত হলে পরাজয়ের ব্যবধান কমানোই লক্ষ্য হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। অবশেষে ৪৭ ওভারে ২৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। এর আগে বুধবার বিকেলে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মিশ্র হয় ভারতের। মারকুটে শুরুর পর দলীয় ৩৯ রানে সিরিজের তৃতীয়বারের মতো মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ২৯ বলে ২৯ রান করে উইকেটের পিছনে লিটন দাসকে ক্যাচ দেন তিনি। রোহিতের বিদায়ের পর সহ-অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে দলের হাল ধরেন শিখর ধাওয়ান। তবে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে কোহলি সাজঘরে ফেরেন দ্রুতই। ব্যক্তিগত ২৫ রানের মাথায় সাকিব আল হাসানের ১৯৮তম আন্তর্জাতিক শিকার হয়ে আউট হন। ২য় উইকেটে ৭৫ রানের পার্টনারশিপের পর ৩য় উইকেটে ভারতের পার্টনারশিপ হয় ৪৪ রানের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গে নিয়ে শিখর ধাওয়ান ঠান্ডা মাথায় এগিয়ে যেতে থাকলেও দারুণ একটি ইনিংস খেলা ধাওয়ান আউট হন ৭৫ রান করে। ১০টি চারের সহায়তায় ৭৩ বলে এই রান করেন তিনি। মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বলে নাসির হোসেন অসাধারণ ক্যাচ ধরলে প্যাভিলিয়নের পথ ধরেন ধাওয়ান। ধাওয়ানের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান আম্বাতি রায়ুডুকে নিয়ে ৯৩ রানের কার্যকরী পার্টনারশিপ গড়েন ধোনি। হাফসেঞ্চুরির খুব কাছে রায়ুডু (৪৪) আউট হবার কিছুক্ষণ পর ধোনিও আউট হয়ে যান। তবে এর আগে ৭৭ বল মোকাবেলা করে করেন ৬৯ রান। আগের দুই ম্যাচের মতো তেমন উজ্জ্বল না থাকলেও ভারতীয় ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম উইকেট তুলে নেওয়ার পর ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সুরেশ রায়নাকে সাজঘরে ফেরান তিনি। এরপর ভারতের আর কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশি বোলাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে তাই ৬ উইকেট হারানো ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩১৭ রান। ভারতের ইনিংসে উল্লেখযোগ্য ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রোহিত শর্মা ২৯, ও কোহলি ২৫ রানে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি ৩টি, মুস্তাফিজ ২টি ও সাকিব একটি উইকেট নিয়েছেন। এদিকে, প্রথম দুই ম্যাচে বোলিংয়ে তেমন সুবিধা করতে না পারলেও শেষ ওয়ানডেতে নিজেকে ভালভাবেই মেলে ধরেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এখন পর্যন্ত তিন তিন বার আঘাত হেনেছেন ভারতের ব্যটিং শিবিরে। ধীরে ধীরে বিধ্বংসী হয়ে ওঠা ধাওয়ান-ধোনি-রাইডুদের সাজঘরে পাঠান তিনি। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিততে পারলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে মাশরাফিবাহিনী। ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় এই ম্যাচে দলে নেওয়া হয়েছে স্পিনার আরাফাত সানিকে। অন্যদিকে, ভারত পেসার ভুবনেশ্বর কুমার ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েছে। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব। বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজ রহমান। ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, অশ্বিন, কুলকারনি ও উমেশ যাদব। সংক্ষিপ্ত স্কোর, ভারত : ৩১৭/৬ (৫০ ওভার)- ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রাইডু ৪৪; মাশরাফি ৩/৭৬, মুস্তাফিজ ২/৫৭, সাকিব১/৩৩। বাংলাদেশ: ২৪০/১০ (৪৭ ওভার)- সাব্বির ৪৩, সৌম্য ৪০, লিটন দাস ৩৪, নাসির হোসেন ৩২, মুশফিক ২৪ ও সাকিব ২০, রায়না ৩/৪৫, কুলকারনি ২/৩৪ ও অশ্বিন ২/৩৫। ফল: ভারত ৭৭ রানে জয়ী। সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ। ম্যাচসেরা: সুরেশ রায়না (ভারত)। সিরিজ সেরা: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।


     এই বিভাগের আরো খবর